ডিগ্রী ২য় বর্ষ 
 ডিগ্রি ২য় বর্ষ ২০২১ অনুষ্ঠিত ২০২৩ (বাংলা জাতীয় ভাষা আবশ্যিক)

( ক বিভাগ ) ১/ চৈতি হাওয়া কবিতায় কবি কার খোপায় ফুল গুজে দিতেন? উত্তরঃ কবি তার প্রিয়ার খোপায় ফুল দিতেন । ২/ আত্মবিলাপ কবিতায় কবি কাল সিন্ধু জলতলে কি ফেলেছেন? উত্তরঃ শত মুক্তাধিক আয়ু। ৩/ পথ জানা নায় গল্পের গ্রামের নাম কি ? উত্তরঃ মাউলতলা। ৪/ জন ব্রাইট কে? উত্তরঃ একজন ইংরেজ মনীষী। ৫/রাজবন্দির জীবনবন্দী কবি কাজী নজ্রুল ইসলাম কোথায় বসে রচনা করতেন? উত্তরঃ জেলখানায় বসে। ৬/ হরপ্রসাদ শাস্ত্রির মতে কে সর্বশক্তিমান ? উত্তরঃ যে সর্বশক্তিময় তেল ব্যবহার করে। ৭/ নয়নতারা গ্রামের নদিটির নাম কি? উত্তরঃ ময়ূরাক্ষী। ৮/ আত্মজা ও করবি একটি গাছ গল্পটিতে হিম আর চাঁদ ফুটে আছে কোথায়? উত্তরঃ নারকেল গাছের মাথায়। ৯/ কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে? উত্তরঃ সংস্কৃতবান মানুষেরা নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে। ১০/ একরাতি গল্পের নায়ক কে? উত্তরঃ সুরবালার বাল্লো সাথী লেখক গল্প কথক। ১১/ ষ- ত্ব বিধি কাকে বলে ? উত্তরঃ যে বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহারিত সংস্কৃত অর্থাৎ তৎসম বানানে "ষ" ব্যবহারিত হয় সে বিধান কে ষ- ত্ব বলে। ১২/ চৈতি হাওয়া কবিতায় বউ কথা কউ পাখি কোথায় বসে ডাকতো ? উত্তরঃ হিজল গাছের ডালে । ১৩/ সবুজ পত্র কতসালে প্রকাশ পায়? উত্তরঃ ১৯১৪ সালে। ১৪/ বাংলার নবজাগরনের প্রভাত নক্ষত্র কে? উত্তরঃ রাজা রামমোহন রায়। ১৫/একতান কবিতায় কার ওপর ভর করে সমস্থ সংসার চলছে? উত্তরঃ নবিন কবিলের ওপর। ১৬/ অমৃতস্য পুত্র অর্থ কী? উত্তরঃ অমৃতের সন্তান। ১৭/প্রগতিহাসিক গল্পের নায়ক কে? উত্তরঃ ভিখু। ১৮/ বহু ভঙ্গিম কী? উত্তরঃ বিচিত্রধর্মী। ১৯/ সংস্কৃতি কথা প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে? ২০/ পথ জানা নায় ছোট গল্পের বর্ণিত গ্রামের নাম কী? উত্তরঃ মাউলতলা।

No comments:

Post a Comment