ভুগোল ও পরিবেশ ৩য় পত্র


অতি সংক্ষিপ্ত প্রশ্ন ক (বিভাগ) 

১. জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা দাও
উত্তর: ভূগোলের শাখা জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন বিষয় (জন্ম, মৃত্যু, আচারব্যবহার, সংস্কৃতি, অভিগমন, ঘনত্ব, বন্টন ইত্যাদি বিষয়) নিয়ে আলোচনা করা হয় তাকে জনসংখ্যা ভূগোল বলে।

২. জি টি ট্রিওয়ার্থা কোন দেশের ভূগোলবিদ?
উত্তর: জি টি ট্রিওয়ার্থা আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূগোলবিদ।

৩. জনসংখ্যা ও উপাত্তের দুটি উৎসের নাম লেখ।

উত্তর: জনসংখ্যা উপাত্তের দুটি উৎসবের নাম হল- ১. আদমশুমারি ও ২. নিবন্ধীকরণ।

৪. মরণশীলতা কী?
উত্তর: সাধারণত মানুষের মরণশীল বৈশিষ্ট্যকে মরণশীলতা বলে অধ্যাপক মরণশীলতা হচ্ছে মানুষের ইচ্ছেশক্তির শেষ নিয়ামক।

৫. আদমশুমারির দ্বৈত গণনা কী?
উত্তর: আদমশুমারিতে কোন ব্যক্তি দুইবারের স্থায়ী ও অস্থায়ী বাসস্থান থেকে গণনার প্রক্রিয়ায় দ্বৈত গণনা।

৬. বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?
উত্তর: বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে।

৭. জনসংখ্যা ঘনত্বের প্রাকৃতিক কারণগুলোর নাম লেখ।

উত্তর: জনসংখ্যা ঘনত্বের প্রাকৃতিক কারণগুলো হলো- ১. ভূপ্রকৃতি ও ২.জলবায়ু, ৩. অবস্থান, ৪. নদনদী, ৫. মৃত্তিকা, ৬. স্বাভাবিক উদ্ভিদ ৭. খনিজ সম্পদ ইত্যাদি।

৮. কাম্য জনসংখ্যা কী?
উত্তর কোন দেশে প্রাপ্ত সম্পদ এর পরিপূর্ণ ব্যবহার এর জন্য যে পরিমাণ জনসংখ্যা থাকা প্রয়োজন সেই পরিমাণ জনসংখ্যা থাকায় কাম্য জনসংখ্যা।

৯. জনসংখ্যা বন্টন এর দুটি কারণ লেখ।
উত্তর: জনসংখ্যা বন্টন এর দুটি কারণ হলো- ১. ভৌগলিক অবস্থান ও জলবায়ু ২. খনিজ সম্পদ ও মৃত্তিকার গঠন।

১০. বয়ঃলিঙ্গ কাঠামো কী?
উত্তর: জনসংখ্যার বয়স ও লিঙ্গ ভিত্তিক গঠন কাঠামোই বয়ঃলিঙ্গ কাঠামো।

১১. জনসংখ্যা পিরামিড কী?

উত্তর: বিভিন্ন বয়স অনুযায়ী স্ত্রী পুরুষের অনুপাত অনুসারে পিরামিডের আকারে যে পরিসংখ্যান চিত্র অংকন করা হয় তাকে জনসংখ্যা পিরামিড বয়স ভিত্তিক স্ত্রী পুরুষ অনুপাত সূচক পিরামিড বলে।

১২. জনসংখ্যা গঠনের দুটি সামাজিক কারণ লেখ।
উত্তর: জনসংখ্যা গঠনের দুটি সামাজিক কারণ হলো- ১. বৈবাহিক অবস্থা ও ২. ধর্ম।

১৩. প্রযোজনা ক্ষমতা কাকে বলে?
উত্তর: ক্ষমতা হলো কোনো নারীর জীবিত সন্তান জন্ম দেওয়ার জৈবিক ক্ষমতা।

১৪. অভিগমন বলতে কী বুঝায়?
উত্তর: স্থানান্তর বা অভিগমন বলতে অপেক্ষাকৃত স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যেই ভৌগলিক এলাকা থেকে অন্য একটি ভৌগলিক অঞ্চলে গমন করাকে বুঝায়।

১৫. জনসংখ্যা অভিগমন কী?

উত্তর: জনসংখ্যা অভিগমন হলো অপেক্ষাকৃত স্থায়ীভাবে একই স্থান থেকে অন্য স্থানে এবং এক রাষ্ট্র হতে অন্য রাষ্ট্রে আসা যাওয়া।

১৬. আন্তর্জাতিক অভিগমন কী?
উত্তর: কোন দেশের নাগরিক যখন আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অন্য দেশে গমন করে তখন তাকে আন্তর্জাতিক স্থানান্তরের আন্তর্জাতিক অভিগমন বলে।

১৭. সংস্কৃতির দুটি উপাদানের নাম লেখ।
উত্তর: সংস্কৃতির দুটি উপাদান হলো- ১. পোশাক-পরিচ্ছদ ও ২. ভাষা।

১৮. সাংস্কৃতিক ভূগলের পৃথিকৃৎ বলা হয় কাকে?
উত্তর: সাংস্কৃতিক ভূগোল পথিকৃৎ বলা হয় কার্ল ও সয়ারকে।

১৯. উদ্ভাবন কী?
উত্তর: নতুন কোন কিছুর সৃষ্টি উদ্ভাবন।

২০. দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষের বর্ণ কী?
উত্তর: দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের বর্ণ মঙ্গোলয়েড। এদের গায়ের রং শ্যাম বর্ণ।

২১. সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়াগুলো কী?
উত্তর: সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়া গুলো হল- ১. সাংস্কৃতিক, ২.নতুন নতুন উদ্ভাবন, ৩. সাংস্কৃতিক, ও ৪. সাংস্কৃতিক আত্তীকরণ প্রভৃতি।

২২. সাংস্কৃতিক আত্তীকরণ কী?
উত্তর: উন্নত সংস্কৃতির প্রভাবে যখন এক গোষ্ঠীর দুর্বল ও উন্নত সংস্কৃতির প্রভাব সৃষ্টিকারী সংস্কৃতির সাথে একীভূত হয়ে যায় তখন তাকে সাংস্কৃতিক আত্তীকরণ বলে।

২৩. প্রাকৃতিক বিবর্তন মতবাদ এর প্রতিষ্ঠাতা কোন বিজ্ঞানী?

উত্তর: প্রাকৃতিক বিবর্তন মতবাদ এর প্রতিষ্ঠাতা বিজ্ঞানী ডারউইন।

২৪. পিকিং মানবের জীবাশ্ম কে আবিষ্কার করেন?
উত্তর: পিকিং মানুষের জীবন ডেভিডসন ব্ল্যাক আবিষ্কার করেন।

২৫. বয়স লিঙ্গ অনুপাত কাকে বলে?
উত্তর: দেশের মোট স্ত্রী ও পুরুষ জনসংখ্যাকে বয়স অনুসারে শ্রেণীবিভাগ করে যে অনুপাত পাওয়া যায় তাকে বয়স লিঙ্গ অনুপাত বলে।

২৬. বাংলাদেশে কয় ধরনের বিবাহ প্রথা চালু আছে?
উত্তর: বাংলাদেশে দুই ধরনের বিবাহ প্রথা চালু আছে।

২৭. জনসংখ্যা প্রকৃত ভূগলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জনসংখ্যা প্রকৃত ভূগলের প্রতিষ্ঠাতা ভিদাল দ্যা লা ব্লাশ।

২৮. WHO এর পূর্ণ রূপ কী?
উত্তর: WHO এর পূর্ণ রূপ হলো- World Health Organization.

২৯. BBS র পূর্ণ রূপ কী?
উত্তর: WHO এর পূর্ণ রূপ হলো- Bangladesh Bureau of Statistics.

৩০. কাম্য জনর্সংখ্যা কী?
উত্তর: কোনো দেশের প্রাপ্ত সম্পদের পরিপূর্ণ ব্যবহারের জন্য যে পারমাণ জনসংখ্যা থাকা প্রয়োজন নেই সেই পরিমাণ জনসংখ্যা থাকাই কাম্য জনর্সংখ্যা।

৩১. জীবাশ্ম কী?
উত্তর: প্রাণী বা উদ্ভিদের ধ্বংসাবশেষ থেকে উৎপন্ন তরল পদার্থকে জীবাশ্ম বলে।

৩২. সংস্কৃতি কী?

উত্তর: আমরা যা অথবা আমাদের যা কিছু আছে তাই আমাদের সংস্কৃতি মোটকথা মানব সৃষ্টির সবকিছুই সংস্কৃতিসংস্কৃতি।


 সংক্ষিপ্ত প্রশ্ন খ (বিভাগ) 

১. জনসংখ্যা ভূগোল বলতে কী বুঝ?
২. জাতীয় মুখ্য নিবন্ধন পদ্ধতি বর্ণনা কর।
৩. আদমশুমারি পদ্ধতিসমূহ লেখ।
৪. নমুনা জরিপ ও শুমারি জরিপের মধ্যে পার্থক্য উল্লেখ কর।
৫. প্রজননশীলতা ও প্রজনন ক্ষমতার মধ্যে পার্থক্য নির্ণয় কর।

৬. জনসংখ্যা কাঠামোর উপাদানসমূহ উল্লেখ কর।
৭. জনসংখ্যা বৃদ্ধির নিয়ামকসমূহ লেখ।
৮. জনসংখ্যা বন্টনের নিয়মগুলো সংক্ষেপে আলোচনা কর।
৯. বয়স লিঙ্গ কাঠামো বলতে কী বুঝ?
১০. জনসংখ্যার আকার বলতে কী বুঝায়?

১১. অভিগমনের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ বর্ণনা কর।
১২. অভিগমনের কারণসমূহ উল্লেখ কর।
১৩. শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
১৪. নিয়ান্ডারথাল মানবের দৈহিক বৈশিষ্ট্য সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১৫. মানবজাতির ক্রমবিকাশের পর্যায়সমূহ লেখ।
১৬. পিকিং মানব বলতে কী বুঝ?

১৭. সংস্কৃতির বৈশিষ্ট্য উল্লেখ কর।
১৮. সংস্কৃতির আত্তীকরণ কী?
১৯. সংস্কৃতির পরিবর্তন কী?
২০. সাংস্কৃতিক কারণ আলোচনা কর।

রচনামুলক প্রশ্ন গ (বিভাগ) 

১. জনসংখ্যা ভূগোলের ধারণা ও উন্নয়ন আলোচনা কর।
২. জনসংখ্যা ভূগোলের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
৩. আদমশুমারির বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।
৪. নমুনা জরিপ কী? এর সুবিধা অসুবিধাগুলো আলোচনা কর।

৫. জনসংখ্যার ঘনত্ব কী? ঘনত্বের ভিত্তিতে বিশ্বের জনসংখ্যার বন্টন আলোচনা কর।
৬. জনসংখ্যা ঘনত্বের প্রকারভেদ ও ঘনত্ব নির্ণয়ের পদ্ধতি আলোচনা কর।
৭. জনসংখ্যার জৈবিক কাঠামোর বিবরণ দাও।
৮. জনসংখ্যা ঘনত্বের কারণগুলো বর্ণনা কর।
৯. উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা কাঠামো তুলনা কর।
১০. উন্নত দেশের বয়স লিঙ্গ কাঠামো বর্ণনা কর।
১১. জন্মশীলতা পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা কর।

১২. বিশ্বব্যাপী জনসংখ্যার মরণশীলতার তারতম্যের কারণ সমূহ নিরীক্ষা কর।
১৩. অভিগমনের আকর্ষণ বিকর্ষণ নিয়ামকগুলো ব্যাখ্যা কর।
১৪. সাংস্কৃতিক ভূগোলের পদ্ধতিসমূহ আলোচনা কর।
১৫. সাংস্কৃতিক ভূগোল এর সংজ্ঞা দাও সাংস্কৃতিক ভূগোলের পরিধি আলোচনা কর।
১৬. অভিগমনের সংজ্ঞা দাও। অভ্যন্তরীণ অভিগমনের কারণ ও প্রভাব আলোচনা কর।

১৭. নিয়ান্ডারথাল মানবের দৈহিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোর বিবরণ দাও।
১৮. সাংস্কৃতিক ব্যাপক আলোচনা কর।
১৯. পিকিং মানবের দৈহিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা কর।
২০. সাংস্কৃতিকরণ প্রক্রিয়া ব্যাখ্যা কর।






No comments:

Post a Comment