ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩য় পত্র 


অতি সংক্ষিপ্ত প্রশ্ন ক (বিভাগ)

১. ‘কিতাবুল হিন্দ’গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘কিতাবুল হিন্দ’গ্রন্থের রচয়িতা ঐতিহাসিক আল বেরুনি।

২. ‘তারিখ ই মুবারকশাহী’ এর লেখক কে?
উত্তর: ‘তারিখ ই মুবারকশাহী’ এর লেখক ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দি।

৩. ইবনে বতুতা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? অথবা, ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন?
উত্তর: ইবনে বতুতা ১৩৩৩ খ্রিস্টাব্দে ভারতে আসেন।

৪. ‘রেহলা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘রেহলা’ গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা।

৫. মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল?
উত্তর: মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী ছিল আলোয়ার।

৬. রাজা দাহির কোন বংশের দাহির ছিলেন?
উত্তর: রাজা দাহির চাচ বংশের দাহির ছিলেন।

৭. সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন?

উত্তর: সুলতান মাহমুদ ১০২৬ খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন।

৮. সুলতান মাহমুদ ভারতে কতটি অভিযান পরিচালনা করেন?
উত্তর: সুলতান মাহমুদ ভারতে ১৭টি অভিযান পরিচালনা করেন।

৯. ’শাহনামা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ’শাহনামা’ গ্রন্থের রচয়িতা মহাকবি ফেরদৌসি।

১০. জাহান সুজ উপাধি কার ছিল?
উত্তর: জাহান সুজ উপাধি ছিল ঘুর রাজ্যের অধিপতি আলাউদ্দিন হোসেনের।

১১. তারইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: তারইনের প্রথম যুদ্ধ ১১৯১ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

১২. তারইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: তারইনের দ্বিতীয় যুদ্ধ ১১৯২ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

১৩. দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবেক।

১৪. ’লাখবখস’ কার উপাধি?
উত্তর: ’লাখবখস’ সুলতান কুতুবউদ্দিন আইবেকর উপাধি।

১৫. সুলতান ই আজম কাকে বলা হয়?
উত্তর: সুলতানি আজম ইলতুৎমিস কে বলা হত।

১৬. ভারতবর্ষে কে সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন?
উত্তর: ভারতবর্ষে সুলতান ইলতুৎমিশ সর্বপ্রথম রৌপ্যমুদ্রা চালু করেন।

১৭. সুলতান রাজিয়া কত বছর রাজত্ব করেন?
উত্তর: সুলতান রাজিয়া প্রায় সাড়ে তিন বছর রাজত্ব করেন।

১৮. উলক খান কে ছিলেন?
উত্তর: উলুক খান ছিলেন ভারতবর্ষের প্রভাবশালী সুলতান গিয়াসউদ্দিন বলবনের উপাধি।

ভারতে মুসলমানদের ইতিহাস (৭১২-১৫২৬ খ্রি.)

১৯. খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উত্তর: খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজী।

২০. দ্বিতীয় আলেকজান্ডার কার উপাধি?
উত্তর: দ্বিতীয় আলেকজান্ডার দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির উপাধি।

২১. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক কে?
উত্তর: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক সুলতান আলাউদ্দিন খলজী।

২২. দৌলতাবাদের পূর্ব নাম কী?
উত্তর: দৌলতাবাদের পূর্ব নাম দেবগিরি।

২৩. একডালা দুর্গ কোথায় অবস্থিত?
উত্তর: একডালা দুর্গ দিনাজপুরের মহানন্দা নদীর তীরে অবস্থিত।

২৪. দিল্লি সালতানাতের ইতিহাসে প্রথম তাম্রমুদ্রার প্রচলন করেন কে?
উত্তর: দিল্লি সালতানাতের ইতিহাসে প্রথম তাম্রমুদ্রার প্রচলন করেন মুহাম্মদ বিন তুঘলক।

২৫. জৌনপুর নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: জৌনপুর নগরীর সুলতান ফিরোজ শাহ তুঘলক প্রতিষ্ঠা করেন।

২৬. তুঘলক বংশের সর্বশেষ শাসকের নাম কী?
উত্তর: তুঘলক বংশের সর্বশেষ শাসকের নাম সুলতান নাসির উদ্দিন মাহমুদ তুঘলক।

২৭. মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কী?
উত্তর: মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম জুনা খান।

২৮. তৈমুর লঙ কত খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন?
উত্তর: তৈমুর লঙ ১৩৯৮খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করে।

২৯. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান।

৩০. পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল?
উত্তর :পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল।

৩১. লোদী বংশের শেষ সুলতান কে?
অথবা, দিল্লি সালতানাতের সর্ব শেষ সুলতান কে ছিলেন?
উত্তর: লোদী বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদী।

৩২. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

৩৩. শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তর: চেয়েছি ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।

সংক্ষিপ্ত প্রশ্নাবলী  খ (বিভাগ) 

১.ইবনে বতুতার পরিচয় দাও।
২. ইবনে বতুতার ‘রেহল‘ গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা কর।
৩. মুহম্মদ বিন কাসিমের পরিচয় দাও।
৪. জিয়াউদ্দিন বারানীর পরিচয় দাও।
৫. মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল?

৬. আরবদের সিন্ধু বিজয়ের ধর্মীয় ফলাফল আলোচনা কর।
৭. সুলতান মাহমুদের সোমনাথ অভিযানের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৮. আলবেরুনি কে ছিলেন?
৯. কুতুব মিনার সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখ।

১০. সুলতান রাজিয়া সম্পর্কে যা জানো লেখ।
১১. ‘চল্লিশ চক্র’ বলতে কী বোঝ?
১২. বলবনের ‘রক্তপাত ও কঠোর নীতি’ ব্যাখ্যা কর।
১৩. রাজতন্ত্র সম্পর্কে বলবনের ধারণা কী?

১৪. খলজি বংশের পরিচয় দাও।
১৫. সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি কী?
১৬. মুহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর সম্পর্কে লেখ।
১৭. ফিরোজ শাহ তুঘলকের মাতামহীসুলভ ব্যবস্থা আলোচনা কর।

১৮. রাজা গণেশের পতনের কারণগুলো সংক্ষেপে লেখ।
১৯. সুলতান বাহালুল খান নদী কে ছিলেন?
২০. ইব্রাহিম লোদী কে ছিলেন?
২১. পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব বর্ণনা কর।
২২. পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের কারণ কী ছিল?

রচনামুলক প্রশ্নাবলী গ (বিভাগ) 

১. ভারতে মুসলিম শাসনের ইতিহাসের উৎস সমূহ আলোচনা কর।
২. মুসলমানদের আগমনের পূর্বে ভারতের আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও।
৩. গজনী বংশের উত্থান আলোচনা কর বংশের সুলতান মাহমুদের শাসনকাল কে স্বর্ণযুগ বলা হয় কেন?

৪. মোহাম্মদ ঘুরির উত্তর ভারত বিজয় সম্পর্কে আলোচনা কর।
৫. বিজেতা ও শাসক হিসেবে মোহাম্মদ ঘুরির কৃতিত্ব মূল্যায়ন কর।
৬. দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুৎমিশের কৃতিত্ব মূল্যায়ন কর অথবা, ইলতুৎমিস দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন

৭. দিল্লি সালতানাত সুদৃঢ়করণে গিয়াসউদ্দিন বলবনের অবদান মূল্যায়ন কর।
৮. আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্ণনা কর।
৯. তুঘলকের উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো আলোচনা কর।
১০. মুহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর প্রতীকী মুদ্রা প্রচলন পর্যালোচনা কর।
১১. সৈয়দ বংশের উত্থান ও পতন আলোচনা কর।

১২. সৈয়দ বংশের শাসনকাল আলোচনা কর।
১৩. লোদী বংশের উত্থান ও পতনের ইতিহাস ব্যাখ্যা কর।
১৪. লোদী বংশের পতনের কারণসমূহ আলোচনা কর।
১৫. সুলতানি আমলে বাংলার প্রাদেশিক শাসন কাঠামো তুলে ধর।
১৬. মুঘল সাম্রাজ্যের পতনের কারণ সমালোচনা কর।


No comments:

Post a Comment