ইতিহাস ৩য় পত্র



 অতি সংক্ষিপ্ত প্রশ্ন ক (বিভাগ)

১. ‘তবকাত-ই-নাসিরি’ বিখ্যাত কেন?
উত্তর: সুলতানি আমলে বাংলার একমাত্র ধারাবাহিক বিকৃত ইতিহাস গ্রন্থ হওয়ায় ‘তবকাত-ই-নাসিরি’ বিখ্যাত।

২. ‘তারিখ ই ফিরোজশাহী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘তারিখ ই ফিরোজশাহী’ গ্রন্থের রচয়িতা জিয়াউদ্দিন বারানী।

৩. ‘রিয়াজুস সালাতিন’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: রিয়াজুস সালাতীন’ গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সেলিম।

৪. ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: ইবনে বতুতা মরক্কোর নাগরিক ছিলেন।

৫. বাংলায় প্রথম মুসলিম শাসন কে প্রতিষ্ঠা করেন? অথবা, বাংলায় প্রথম মুসলিম শাসক কে ছিলেন?
উত্তর: বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন বক্তিয়ার খলজি।

৬. বক্তিয়ার খলজি কোন পথে নদীয়া আক্রমণ করেন?
উত্তর: বক্তিয়ার খলজি ঝাড়খণ্ডের অরণ্য পথে নদীয়া আক্রমণ করেন।

৭. মুসলিম আমলের লক্ষণাবতী কি নামে পরিচিত ছিলেন?
উত্তর: মুসলিম লক্ষণাবতী নদী নামে পরিচিত ছিলেন।

৮. বলগাকপুর শব্দের অর্থ কী?
উত্তর: শব্দের অর্থ হলো বিদ্রোহের নগরী।

৯. ‘শাহ-ই-বাঙ্গালা’ কার উপাধি ছিল?
উত্তর: ‘শাহ-ই-বাঙ্গালা’ সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহের উপাধি ছিল।

১০. রাজা গণেশ কে ছিলেন?
উত্তর: রাজা গণেশ ছিলেন ইলিয়াস শাহী বংশের অন্তবর্তীকালীন সময় বাংলার শাসক।

১১. হোসেনশাহী বংশ কে প্রতিষ্ঠা করেন? অথবা, হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কী?
উত্তর: হোসেনশাহী বংশ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ প্রতিষ্ঠা করেন।

১২. নৃপতি তিলক কার উপাধি ছিল?
উত্তর: নেই প্রতি তিলক আলাউদ্দিন হোসেন শাহের উপাধি ছিল।

১৩. গুনরাজ খান কার উপাধি ছিল?
উত্তর: গুনরাজ খান মালাধর বসুর উপাধি ছিল।

১৪. পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মান করেন?
উত্তর: পান্ডুয়ার আদিনা মসজিদ সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেন।

১৫. গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মান করেন?
উত্তর: গৌড়ের ছোট সোনা মসজিদ সুলতান আলাউদ্দিন হোসেন শাহের জনৈক ওয়ালি মুহম্মদ নির্মাণ করেন।

১৬. সুফিবাদের উৎস কী?
উত্তর: সুফিবাদের উৎস হল কুরআন ও হাদিস।

১৭. সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন?
উত্তর: সম্রাট আকবর ১৭৭৬ খ্রিস্টাব্দে বাংলা জয় করেন।

১৮. ঈশা খান কে ছিলেন?
উত্তর: ঈসা খান ছিলেন বারোভূঁইয়াদের শক্তিশালী নেতা।

১৯. ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন?
উত্তর: ইসলাম খান ১৬১০ সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন।

২০. কার শাসনামলে বাংলায় টাকায় ৮ মন চাল পাওয়া যেত?
উত্তর: সুবাদার শায়েস্তা খানের শাসনামলে বাংলায় টাকায় ৮ মন চাল পাওয়া যেত।

২১. পরীবিবি কে ছিলেন?
উত্তর: পরিবিবি ছিলেন সুবাদার শায়েস্তা খানের কন্যা।

২২. কত খ্রিস্টাব্দে বাংলায় স্বাধীন নবাবী শাসন শুরু হয়?
উত্তর: ১৭১৭ খ্রিস্টাব্দে বাংলায় স্বাধীন নবাবী শাসন শুরু হয়।

২৩. মুর্শিদকুলি খানের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মুর্শিদকুলি খানের রাজধানী ছিল মুর্শিদাবাদে। 

২৪. মালজামিনী ব্যবস্থা কে প্রবর্তন করেন কে?
উত্তর: মালজামিনী ব্যবস্থা প্রবর্তন করেন নবাব মুর্শিদকুলি খান।

২৫. আলীবর্দী খান কে ছিলেন?
উত্তর: আলীবর্দী খান ছিলেন বাংলার নবাব নবাব সিরাজউদ্দৌলার নানা।

২৬. কাদেরকে বর্গী বলা হতো?
উত্তর: মারাঠাদেরকে বর্গী বলা হতো।

২৭. কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতে আগমন করেন? অথবা, ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা বাংলায় আগমন করে?
উত্তর: পর্তুগীজ জাতি সর্বপ্রথম ভারতে আগমন করেন।

২৮. জব চার্নক কোন গ্রামের জমিদার লাভ করেছিলেন?
উত্তর: জব চার্নক সুতানুটি গোবিন্দপুর ও কলকাতা গ্রামের জমিদারি লাভ করেছিলেন।

২৯. কে ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন?
উত্তর: পর্তুগিজ নাবিক ভাস্কো দ্যা গামা ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন।

৩০. নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম কী?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম আমেনা বেগম।

৩১. কে ‘অন্ধকূপ হত্যা কাহিনী’ রচনা করেন?
উত্তর: ইংরেজ কর্মচারী হলওয়েল ‘অন্ধকূপ হত্যা কাহিনী’ রচনা করেন।

৩২. পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? অথবা, পলাশীর যুদ্ধ কত তারিখে সংঘটিত হয়?
উত্তর: পলাশীর যুদ্ধ ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন সংঘটিত হয়।

৩৩. পলাশী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: পলাশী ভাগীরথী নদীর তীরে অবস্থিত।

৩৪. পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? অথবা, পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে কে নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর: পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ।

৩৫. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: বক্সারের যুদ্ধ ১৭৬৪ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

৩৬. কোন চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে?
উত্তর: এলাহাবাদ চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে।

৩৭ দেওয়ানী শব্দের অর্থ কী?
উত্তর: দেওয়ানী শব্দের অর্থ হলো রাজস্ব।

৩৮. বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন কে?
উত্তর: বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ।

সংক্ষিপ্ত প্রশ্নাবলী  খ (বিভাগ) 

১. মধ্যযুগ বলতে কী বুঝ?
২. ইবনে বতুতা সম্পর্কে যা জান লেখ।
৩. বক্তিয়ার খলজি কে ছিলেন?
৪. ফখরুদ্দিন মোবারক শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
৫. একডালা দুর্গের ওপর একটি টীকা লেখ।

৬. শাসক হিসেবে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মূল্যায়ন কর।
৭. রাজা গণেশ কে ছিলেন?
৮. ইলিয়াসশাহী বংশের অবদান নিরূপণ কর।
৯. আলাউদ্দিন হোসেন শাহকে নৃপতি তিলক বলা হয় কেন?
১০. সুফিবাদ বলতে কী বুঝায়?
১১. ভক্তিবাদ কী?

১২. বাংলায় মুঘল শাসন সুদৃঢ়িকরণে ইসলাম খানের অবদান সংক্ষেপে লেখ।
১৩. মীর জুমলা কে ছিলেন?
১৪. সুবাদার শায়েস্তা খানের শাসনামলে বাংলার অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও।
১৫. মুর্শিদকুলি খানের কৃতিত্ব আলোচনা কর।
১৬. আলীবর্দী খান কিভাবে বাংলার মসনদ দখল করে?

১৭. পর্তুগীজদের পরিচয় দাও।
১৮. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ।
১৯. পলাশীর যুদ্ধের কারণসমূহ উল্লেখ কর।
২০. পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণসমূহ আলোচনা কর।
২১. বক্সারের যুদ্ধের ফলাফল আলোচনা কর।
২২. দেওয়ানী কী? দ্বৈতশাসন বলতে কী বুঝ?

রচনামুলক প্রশ্নাবলী গ (বিভাগ) 

১. মধ্যযুগের বাংলার ইতিহাস পুনর্গঠনের উৎসসমূহ আলোচনা কর।
২. মাহুয়ানের বিবরণী আলোকে বাংলার আর্থসামাজিক অবস্থা ব্যাখ্যা কর।
৩. বাংলার স্বাধীন সুলতান হিসেবে শামসুদ্দীন ইলিয়াস শাহের কৃতিত্ব বর্ণনা কর।
অথবা, বাংলার সালতানাত সুদৃঢ়ীকরণে সুলতান ইলিয়াস শাহের অবদান মূল্যায়ন কর।
৪. সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।

৫. সুলতান আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
৬. হোসেন শাহী যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন?
৭. সুফিবাদের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
৮. বাংলার সুবাদার হিসেবে মীর জুমলার কৃতিত্ব আলোচনা কর।
৯. মুর্শিদকুলি খানের রাজস্ব সংস্কার আলোচনা কর।
১০. ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমনের কারণ আলোচনা কর।

১১. ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে বিরোধের কারণ বিশ্লেষণ কর।
১২. বারো ভূঁইয়া কারা? ঈশা খাঁর কৃতিত্ব লেখ।
১৩. বক্সারের যুদ্ধের পটভূমি ও তাৎপর্য ব্যাখ্যা কর।
১৪. বক্সারের যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ কর।
১৫. বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা কর।
১৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা কর। এর গুরুত্ব কী ছিল?

No comments:

Post a Comment