সমাজবিজ্ঞান ৩য় পত্র 

ক বিভাগ
অতি সংক্ষিপ্ত প্রশ্ন ঃ
১. ‘The Republic’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Republic’ গ্রন্থের লেখক গ্রিক দার্শনিক প্লেটো।

২. প্লেটোর ন্যায়বিচারের ভিত্তি কী?
উত্তর: প্লেটোর ন্যায়বিচারের ভিত্তি যুক্তি ও প্রচলিত রীতি।

৩. প্লেটোর শিক্ষা ব্যবস্থার স্তর প্রধানত কয়টি?
উত্তর: প্লেটোর শিক্ষা ব্যবস্থার স্তর প্রধানত ২টি। যথা-১. প্রাথমিক শিক্ষা ও ২. উচ্চতর শিক্ষা।

৪. ‘The Politics’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘The Politics’ গ্রন্থের রচয়িতা গ্রিক পন্ডিত এরিস্টটল।

৫. দাসপ্রথাকে ‘Living tools’ হিসাবে আখ্যায়িত করেছেন কে?
উত্তর: দাসপ্রথাকে ‘Living tools’ হিসাবে আখ্যায়িত করেছেন গ্রিক দার্শনিক এরিস্টটল।

৬. এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি?
উত্তর: এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার ‘পলিটি’ বা মধ্যতন্ত্র।

৭. কোন রাষ্ট্র দার্শনিককে মধ্যযুগের স্থপতি বলা হয়?
উত্তর: সেন্ট অগাস্টিনকে রাষ্ট্র দার্শনিককে মধ্যযুগের স্থপতি বলা হয়।

৮. অগাস্টিনের মতে পৃথিবী কয় ধরনের সমাজে বিভক্ত?
উত্তর: অগাস্টিনের মতে পৃথিবী দুই ধরনের সমাজে বিভক্ত।

৯. কৌটিল্য অন্য দুটির নাম কী?
উত্তর: কৌটিল্য অন্য দুটির নাম হলেঅ চাণক্য ও বিষ্ণুগুপ্ত।

১০. কৌটিল্য কে ছিলেন?
উত্তর: কৌটিল্য ছিলেন প্রচীন ভারতের বিখ্যাত দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত।

১১. ‘সুম্মা থিওলোজিকা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘সুম্মা থিওলোজিকা’ শব্দের অর্থ ধর্মের তত্ত্ব সমষ্টি বা ধর্মতত্ত্বের প্রধান কথা।

১২. সেন্ট টমাস একুইনাসের মতে আইন কত প্রকার?
উত্তর: সেন্ট টমাস একুইনাসের মতে আইন ৪ প্রকার। যথা-ক. শাশ্বত আইন, খ. প্রাকৃতিক আইন, গ. ঐশ্বরিক আইন এবং ঘ. মানবিক আইন।

১৩. একুইনাসের মতে, প্রাকৃতিক আইন কী?
উত্তর: একুইনাসের মতে, প্রাকৃতিক আইন হলো মানুষের ওপর ঐশ^রিক যুক্তি বা প্রজ্ঞার প্রতিফলন।

১৪. আসাবিয়া কী?
উত্তর: মধ্যযুগীয় দার্শনিক ইবনে খালদুনের মতে, গোষ্ঠী সংহতির ধারণাই হচ্ছে আসাবিয়া।

১৫. ইবনে খালদুন ’আসাবিয়া’ বলতে কী বুঝিয়েছেন?
উত্তর: ইবনে খালদুন ’আসাবিয়া’ বলতে গোষ্ঠী সংহতিকে বুঝিয়েছেন।

১৬. গোষ্ঠী সংহতি কী?
উত্তর: বিশিষ্ট মধুযুগীয় দার্শনিক সমাজতাত্ত্বিক ইবনে খালদুনের মতে ’আসাবিয়া’ বা গোষ্ঠী সংহতি হলেঅ পারস্পরিক বন্ধন এবং কোনো রাষ্ট্রের ভিত্তি স্বরূপ।

১৭. কে সর্বপ্রথম ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করেছেন?
উত্তর: রাষ্ট্রদার্শনিক ম্যাকিয়াভেলি সর্বপ্রথম ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করেছেন।

১৮. ক্ষমতার রাজনীতির প্রবক্তা কে?
উত্তর: ক্ষমতার রাজনীতির প্রবক্তা হলেন দার্শনিক টমাস হবস।

১৯. আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ কে?
উত্তর: আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ বলা হয় জন লককে।

২০. জন লকের সামাজিক চুক্তি মতবাদের মূলনীতি কী?
উত্তর: হলো আইন দ্বারা আইনের শ্সন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

২১. ’রেনেসাঁ’ কী?
উত্তর: রেনেসাঁ হলো মূলত একটি সাহিত্য ও সাংস্কৃতিক আন্দেলন।

২২. রেনেসাঁ শব্দের অর্থ কী?
উত্তর: রেনেসাঁ মব্দের অর্থ পুনজন্ম, পুনর্জাগরণ, নবজাগরণ।

২৩. ‘‘মানুষ স্বাধীন হয়েই জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্রই শৃঙ্খলিত।’’- উক্তিটি কার?
উত্তর: ‘‘মানুষ স্বাধীন হয়েই জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্রই শৃঙ্খলিত।’’- উক্তিটি রুশোর।

২৪. ‘‘রাষ্ট্রের চূরান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব’’। উক্তিটি কার?
উত্তর: ‘‘রাষ্ট্রের চূরান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব’’। উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানী উইলেবির।

খ বিভাগ 
সংক্ষিপ্ত প্রশ্নাবলীঃ
১. প্লেটোর সাম্যবাদ কী?
২. প্লেটোর ন্যায়বিচার কী?
৩. এরিস্টটলের বিকৃত সরকারের রূপগুলো আলোচনা কর।
৪. এরিস্টটলের মতে দাসপ্রথা কী?

৫. সেন্ট অগাস্টিনের দৃষ্টিতে বিধাতার রাষ্ট্রের বর্ণনা দাও।
৬. পার্থির রাষ্ট্র ও বিধাতার রাষ্ট্রের পার্থক্য কী?
৭. কৌটিল্যর কূটনীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর? 
৮. একুইনাসের মতে, প্রাকৃতিক আইন কী? আলোচনা কর?

৯. আসাবিয়া কী? আলোচনা কর?
১০. ইবনে খালদুনের মতে রাষ্ট্রের পতনের কারণসমূহ কী?
১১. রাষ্ট্র দর্শনের ভিত্তি কী কী?
১২. শাসকের গুণাবলি সম্পর্কে ম্যাকয়াভেলির ধারণা বিশ্লেষণ কর?
১৩. প্রাকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা কর?

১৪. টমাস হবসের সামাজিক চুক্তি কী?
১৫. জন লকের সামাজিক চুক্তির প্রকৃতি ব্যাখ্যা কর ?
১৬. সম্মতি তত্ত্বের গুরুত্ব লেখ?
১৭. রুশোর সামাজিক চুক্তির বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে বর্ণনা কর?

গ বিভাগ 
রচনামুলক প্রশ্নাবলীঃ

১. সমালোচনাসহ প্লোটরের আদর্শ রাষ্টতত্ত্ব আলোচনা কর?
২. ‘‘মর্ধবিত্ত শ্রেণীর দ্বারা পরিচালিত সরকারই সর্বোত্তম ধরনের সরকার।’’Ñ এরিস্টটলের মতানুসারে উক্তিটি বর্ণনা ক?।
৩. এরিস্টটলের বিপ্লব তত্ত্বটি পর্যালোচনা কর?
৪. সেন্ট অগাস্টিনের রাষ্টদর্শন আলোচনা কর?
৫. কৌটল্যর অর্থশাস্ত্রের প্রধান আলোচ্য বিষয়গুলো আলোচনা কর?
৬. সংক্ষেপে কৌটিল্যর প্রশাসণ আলোচনা কর?

৭. সেন্ট টমাস একুইনাসের সমাজ ও রাষ্টদর্শন আলোচনা কর?
৮. সেন্ট টমাস একুইনাসের মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন?
৯. মধ্যযুগের সমাজচিন্তায় ইবনে খালদুনের অবদান মূল্যায়ন কর?
১০. ম্যাকয়াভেলিকে আধুনিক সমাজ চিন্তার জনক বলা হয় কেন আলোচনা কর?

১১. শক্তিশালী জাতিরাষ্ট্র সম্পর্কে ম্যাকয়াভেলির ধারনা পর্যালোচনা কর। 
১২. সার্বভৌমত্ব সম্পর্কে টমাস হবসের ধারণা পর্যালোচনা কর।
১৩. জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন? আলোচনা কর।
১৪. জন লকের ক্ষমতা স্বতন্ত্র্যীকরণ নীতি আলোচনা কর।
১৫. জ্যাঁ জ্যাঁক রুশোর সামাজিক চুক্তি মন্তব্যটি পর্যালোচনা কর।

No comments:

Post a Comment